মৌলভীবাজারে ৫ জনের মনোনয়নপত্র বাতিল

১ সপ্তাহে আগে
মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়নপত্রের যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়েছে। এতে ৩১ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ আছেন ২৬ জন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে মৌলভীবাজারের ৪টি আসনের যাচাই-বাছাই কাজ শুরু হয়। এ সময় ৪ আসনের মনোনয়ন জমাদানকারী ৩১ প্রার্থী এবং জেলা রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা ও জুড়ি) মনোনয়ন জমা দেয়া ৭ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। 


মৌলভীবাজার-২ আসনের (কুলাউড়া) স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। মৌলভীবাজার-৩ আসনের (সদর ও রাজনগর) স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও ইসলামি ফ্রন্টের মো. ইলিয়াসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: মৌলভীবাজারে আ.লীগ-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিন জিপু ও স্বতন্ত্র প্রার্থী মঈদ আশিক চিশতীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন