মৌলভীবাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

২২ ঘন্টা আগে
আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টা থেকে দিনগত রাত ২টা পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে সড়ক আটকে রেখে বিক্ষোভ করেন তারা।

 

এতে সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন আকটা পড়ে। পরে শহরের চৌমুহনার দিকে গিয়ে বিক্ষোভ মিছিলটি এগিয়ে শেষ হয়।

 

আরও পড়ুন: রাত পেরিয়ে সকালেও যমুনার সামনে এনসিপির অবস্থান, এক দফার হুঁশিয়ারি

 

এদিকে, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে।

 

নেতাকর্মীরা বলছেন, দাবি মেনে না নিলে জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির মতো আরেকটি এক দফার ডাক দেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন