মৌলভীবাজারে সিএনজি চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

৩ সপ্তাহ আগে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই ও ওসমানী বাজার এলাকায় সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে সুমন আহমদ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল গ্রামে এ ঘটনা ঘটে।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেছরীগুল গ্রামের বাসিন্দা স্বপন আহমদ খানের সিএনজি গ্যারেজে রাখা তিনটি অটোরিকশা চুরি করে পালিয়ে যাচ্ছিল একটি চক্র। ঘটনার সময় স্বপন আহমদ বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে চোর সন্দেহে দুইজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন।


খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন আহমদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: আড়াইহাজারে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১


এ বিষয়ে বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সিএনজি চুরি করছিল। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

]]>
সম্পূর্ণ পড়ুন