মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে শহরের শমশেরনগর রোডে আল হারামাইন এজেন্সি সেন্টারের হলরুমে সংবাদ সম্মেলনে এ ক্ষোভ ও উদ্বেগের কথা জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া আমিনুল ইসলাম চৌধুরী তুষারকে ফের গ্রেফতার করতে হবে। মিডিয়ায় ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ সংবাদ প্রচার করতে হবে। একই সঙ্গে বলা হয়েছে, মৌলভীবাজার প্রেসক্লাব আওয়ামী দোসরমুক্ত করতে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে তালার চাবি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়েছিল।
অভিযোগ করা হয়েছে, প্রেসক্লাবের তালা ভেঙে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের বিরেুদ্ধে অপপ্রচার করা হয়েছে।
আরও পড়ুন: ভারতের সমর্থনে ১৬ বছর আ.লীগ গুম, খুন করে ক্ষমতায় টিকে ছিল: নাহিদ ইসলাম
মৌলভীবাজার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এটিকে নিন্দনীয় ও মানহানিকর বলে অভিহিত করেছে। সেই সঙ্গে প্রশাসন যদি দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয় তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী শামায়েল রহমান, তানজিয়া শিশির, জাবেদ রহমান, রাব্বি মিয়া, শাহ মিছবাহ, রুহুল আমিন প্রমুখ।