বৃহস্পতিবার (২৬ জুন) ভোরের দিকে গোবিন্দ নামে এক ব্যক্তির বসতঘরের বারান্দায় বানরটিকে দেখতে পাওয়া যায়।
খরব পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বানরটি উদ্ধার করে নিয়ে আসে।
আরও পড়ুন: মৌলভীবাজারে কুকুরের আক্রমণ থেকে লজ্জাবতী বানর উদ্ধার
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ জানান, এ লজ্জাবতী বানরটিকে খুব সম্ভবত বৃহস্পতিবার ভোরের দিকে খাদ্যের অনুসন্ধানে লোকালয়ে বেরিয়ে পড়ে। কোনো গতি না পেয়ে সিরাজনগরের গোবিন্দ নামে এক ব্যক্তির বসতঘরের বারান্দায় আশ্রয় নেয়। এতে বাড়ির লোকজন প্রথমে ভয় পেয়ে যান।
স্বপন দেব সজল জানান, খবর পেয়ে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।