নিহতরা হলো- বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগিনা শামীম আহমদ (৮)। ভাগিনা শামীম আহমদ তার নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।
বিষয়টি নিশ্চিত করেছেন, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক শেখ মো. কামরুজ্জামান।
আরও পড়ুন: শরীয়তপুরে নদীর পাড়ে নারী ও শিশুর মরদেহ উদ্ধার
ওসি জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা দুজন বাড়ির পাশের একটি পুকুরে নামতে গেলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এদিকে স্বজনরা তাদের উপস্থিতি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পায়নি। অবশেষে বাড়ির পাশের একটি পুকুর খুঁজতে গিয়ে তাদের দুজনের মরদেহ পানিতে ভাসতে দেখতে পান। পরে স্বজনরা মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে আসে।