মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে মৌলভীবাজারে বড়লেখা থানায় মামলা হয়েছে। এ মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে বড়লেখার ভোটকেন্দ্রে হামলা, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট দেয়া এবং বিএনপির প্রার্থীর এজেন্ট ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে শুক্রবার (২০ জুন) রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি দায়ের করেছেন বড়লেখা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ।


শনিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা।


আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে ব্যবসায়ীকে হত্যা, ছাত্রদল নেতা বহিষ্কার


তিনি মামলার অভিযোগ উল্লেখ করে জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের দিন গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে ভোট কেন্দ্র জোরপূর্বক দখল ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়। এ সময় মামলার বাদীসহ বিএনপির প্রার্থীর এজেন্টকে মারধর করে রক্তাক্ত করা হয়।


আরও পড়ুন: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


এ মামলার আসামিরা হলেন: কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক পরিবেশমন্ত্রীর এপিএস কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, জেলা যুবলীগের সদস্য সালেহ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবুল আহমদ, হামলার অর্থ দাতা সাইদুল ইসলাম, যুবলীগ নেতা মস্তফা উদ্দিন বাদল, মিজানুর রহমান টিটু, সাইফুল ইসলাম, আউয়াল আহমদ, জামাল উদ্দিন, ফখরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান। এ ছাড়া এ মামলায় আরও ১৪-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


পুলিশ জানায়, অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশি অভিযান শুরু হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন