মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে পুশইন করল বিএসএফ

৬ দিন আগে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত লাতু ও পাল্লারতল দিয়ে আবারও বিএএসএফ ৪৪ জন নারী পুরষকে পুশইন করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১৪ মে) ভোরে বড়লেখা সীমান্তের লাতু ও পাল্লারতল দিয়ে এদের পুশইন করে। স্থানীয় লোকজন এদের উদ্ধার করে বিজিবি -৫২ ব্যাটালিয়ান বিয়ানীবাজার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছে।


উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: পুশইন করা ৭৫ জনকে স্বজনের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে


তিনি জানান, বুধবার ভোরের দিকে ভারতীয় বিএসএফ ওদের ভারতের বিভিন্ন স্থান থেকে আটক করে সবাইকে একসাথে জড়ো করে। পরবর্তীতে বড়লেখা সীমান্ত দিয়ে এদের ঢুকিয়ে দেয়। সীমান্তের লোকজনরা তাদের সীমান্ত থেকে উদ্ধার করে সিলেট বিজিবি- ৫২ ব্যাটালিয়ানকে খবর দিলে তারা তাদেরকে তাদের হেফাজতে নিয়ে যায়। বিজিবি তাদের তথ্য উপাত্ত সংগ্রহে জিজ্ঞাসাবাদ করছে। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বিভিন্ন স্থানে।

]]>
সম্পূর্ণ পড়ুন