মৌমাছি মুখে ঢুকে গেলে মানুষের মৃত্যু হয়?

২ সপ্তাহ আগে
সাধারণভাবে মৌমাছি যদি মুখে ঢুকে যায়, তাহলে সরাসরি মৃত্যুর সম্ভাবনা খুবই কম। তবে কিছু ক্ষেত্রে এটি জীবনঘাতী হতে পারে।

মৌমাছি মুখে ঢুকে গেলে যা হতে পারে-

১. গলার ভেতরে বা শ্বাসনালীতে হুল ফুটালে: গলা ফুলে যেতে পারে (অ্যালার্জিক রিঅ্যাকশন)। শ্বাস নিতে সমস্যা হতে পারে। জিহ্বা বা গলার ভেতর সোজা ফুলে গিয়ে শ্বাসরোধ হতে পারে।


২. অ্যালার্জি থাকলে: যাদের মৌমাছির বিষে মারাত্মক অ্যালার্জি আছে, তারা মৌমাছির হুলে দ্রুত শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার কমে যাওয়া, এমনকি মৃত্যুও হতে পারে — তবে এই ঘটনা অত্যন্ত বিরল।

 

আরও পড়ুন: জ্বরঠোসা কেন হয়, হলে কী করবেন?


কী করবেন মৌমাছি মুখে ঢুকে গেলে?

চিৎকার করবেন না – এতে মৌমাছি ভয় পেয়ে হুল ফুটাতে পারে।

ধীরে মুখ খুলে মৌমাছিটিকে বের করার চেষ্টা করুন।

যদি হুল ফুটায়, তাহলে, শ্বাসকষ্ট হলে দ্রুত হাসপাতালে যান

অ্যান্টিহিস্টামিন বা ইনজেকশন (যেমন অ্যাড্রেনালিন) প্রয়োজন হতে পারে

 

আরও পড়ুন: হার্ট অ্যাটাক হওয়ার আগের ব্যথাটা ঠিক কেমন?


মৌমাছি মুখে ঢুকলে সাধারণত মৃত্যু হয় না

তবে শ্বাসনালিতে হুল ফুটালে বা অ্যালার্জি থাকলে বিপজ্জনক হতে পারে

দ্রুত চিকিৎসা নিলে জীবন রক্ষা সম্ভব

]]>
সম্পূর্ণ পড়ুন