সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু।
মামলার বরাত দিয়ে তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ফুটবল খেলা দেখে হেঁটে বাসায় ফিরছিলেন মুন্না হাওলাদার। এক পর্যায়ে মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আবির ইসলাম ওরফে ছোট আবিরসহ তার অন্য সহযোগীরা সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে মুন্না হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যান।
আরও পড়ুন: কলেজছাত্র হত্যা: বিদেশে পালানোর আগেই বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের বাবা বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকা থেকে আবিরকে গ্রেফতার করে।