মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২০

২ সপ্তাহ আগে
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (৫ মে) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


মঙ্গলবার (৬ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। 


মেহেদী হাসান বলেন, সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন: হাসনাতের ওপর হামলা: নতুন করে আরও গ্রেফতার ৪৩


গ্রেফতাররা হলেন: তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।


এদের মধ্যে ডিএমপির মামলায় ৬ জন, প্রতারণা মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও চুরির মামলায় একজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন