সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা উদ্যান ডি ব্লক, ৩ নম্বর রোডের কলেজ গলিতে এই দুর্ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ইমরানকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কামাল গাজী জানান, প্রায় ১ মাস যাবত নির্মাণাধীন ভবনটিতে রডমিস্ত্রির কাজ করছিল ইমরান। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ৩ তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক মৃত বলে জানান।
আরও পড়ুন: উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সহকর্মীরা জানান, তার বাড়ি রাজবাড়ি জেলায়। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনটিতে থাকতেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।