শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে মোহাম্মদপুর টাউন হলে অনুষ্ঠিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এ ক্যাম্পেইনে সাধারণ মানুষের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ফরম পূরণের মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক দলের নাম, প্রতীক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন মোহাম্মদপুর এলাকাবাসীরা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মের আয়োজনে এ নতুন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার আশাবাদী পরিবর্তন আসবে বলে জানান আয়োজকরা।
আরও পড়ুন: ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রকাশ: নাসির উদ্দিন
তারা জানান, জনগণের মতামতের ভিত্তিতে শিগগিরই নতুন দলের নাম ও প্রতীক চূড়ান্ত করা হবে।