মোস্তাফিজের দেড়শ উইকেট, লড়াইয়ে ফিরল বাংলাদেশ

১ সপ্তাহে আগে
সূর্যকুমার যাদবকে শিকার করে টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজুর রহমান। পরপর দুই উইকেট তুলে লড়াইয়ে ফিরল বাংলাদেশ।

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে হার্দিক পান্ডিয়াকে সঙ্গ দিচ্ছেন অক্ষর প্যাটেল।

 

দুবাইতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে দুজন মিলে দলকে এনে দেন ৭২ রান। এরপর আক্রমণে এসে পরপর দুই ওভারে গিল ও শিবাম দুবেকে ফিরিয়ে ভারতের ঝড় থামান রিশাদ হোসেন।

 

১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করে সপ্তম ওভারের দ্বিতীয় বলে সীমানার কাছে ক্যাচ দেন গিল। নবম ওভারের প্রথম বলে তুলে মারতে গিয়ে তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন দুবে।

 

আরও পড়ুন: আমাদের ভাবনায় এখন শুধুই বাংলাদেশ: শাহিন

 

তবে একপ্রান্তে ঝড় তুলতে থাকেন অভিষেক। শেষ পর্যন্ত দ্বাদশ ওভারে সূর্যকুমারে সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন এ ব্যাটার। ৩৭ বলে ৫ ছক্কা ও ৬ চারের মারে ৭৫ রানে থামেন তিনি। একই ওভারের শেষ বলে সূর্যকুমারকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। ১১ বলে ৫ রানে থামেন ভারত অধিনায়ক। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করে নেন মোস্তাফিজ। লড়াইয়ে ফেরে বাংলাদেশও।

 

দুই ওভার পর আক্রমণে এসে তিলক বার্মাকে ফেরান তানজিম হাসান সাকিব। ৭ বলে ৫ রানে থামেন এ ব্যাটার। ১৪.৩ ওভারে দলীয় ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। 

 

এদিকে দেড়শ উইকেট তুলে নিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ।

 

এদিন জাকের আলীর নেতৃত্বে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কোমরের চোটে একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে আনা হয়েছে চার পরিবর্তন। লিটনের সঙ্গে বসানো হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানকে। দলে ফিরেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার তানজিম হাসান সাকিব ও ওপেনার পারভেজ হোসেন ইমন। চলতি এশিয়া কাপে প্রথমবার একাদশে সুযোগ পেলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে ভারত।

 

আরও পড়ুন: ভারত ম্যাচের আগে আইসিসি থেকে বড় সুখবর পেলেন সাইফ-মোস্তাফিজরা

 

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুদলই। আজকের ম্যাচ যারা জিতবে, তারা এক পা দিয়ে রাখবে ফাইনালের পথে। তাই জয় পেতে মরিয়া থাকবে দুদলই। অতীত পরিসংখ্যান, শক্তিমত্তা এবং সাম্প্রতিক পারফরম্যান্সে অবশ্য যোজন যোজন এগিয়ে ভারত। এ ফরম্যাটের ১৭ বারের দেখায় ১৬ বারই জিতেছে মেন ইন ব্লু। দ্বিতীয় জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

 

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

 

বাংলাদেশের একাদশ: তানজিদ হোসেন তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।


 

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন