মোস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে-অফে গুজরাট

১ দিন আগে
আইপিএলে এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই হার দেখলেন মোস্তাফিজুর রহমান। তার দল দিল্লি গুজরাটের কাছে উড়ে গেছে। আর এদিকে দিল্লিকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাট।

টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে দিল্লি। জবাবে ১০ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।


দিল্লির ওপেনার রাহুলের শতকের উপর ভর করে বড় পুঁজি পায় দিল্লি। লোকেশ রাহুল ওপেনিংয়ে নেমে ৬৫ বলে ১১২ রানে অপরাজিত ছিলেন। এছাড়াও পোরেলের ব্যাট থেকে আসে ৩০ রান। গুজরাটের হয়ে একটি করে উইকেট নেন আরশাদ খান, প্রসিধ কৃষ্ণ এবং সাই কিশোর।


আরও পড়ুন: কলকাতায় পাওয়েলের বদলি শিভম শুকলা 


জবাবে ব্যাট করতে নেমে দিল্লির কোনো বোলারকে পাত্তাই দেয়নি গুজরাটের দুই ওপেনার গিল ও সাই সুদর্শন। গিল ৫৩ বলে ৯৩ এবং সুদর্শন ৬১ বলে ১০৮ রানে অপরাজিত ছিলেন। ১০ উইকেট হাতে রেখে জয় পায় গুজরাট।


এবারের আসরে নিজের প্রথম ম্যাচটা ভালো গেল না মোস্তাফিজের। ৩ ওভার বল করে ২৪ রান দিয়েছেন টাইগার এই পেসার। এই ম্যাচ হারলেও এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে দিল্লির। 

]]>
সম্পূর্ণ পড়ুন