মোস্তাফিজকে বাদ দেওয়ায় বিসিসিআইকে একহাত নিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার

১ সপ্তাহে আগে
আইপিএলের মিনি নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আন্দোলনের মুখে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এভাবে বাংলাদেশের এই ক্রিকেটারকে বাদ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।

২০২৬ আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় মোস্তাফিজসহ বাংলাদেশের সাত জন ক্রিকেটারের নাম ছিল। নিলামে মোস্তাফিজকে নিয়ে অবশ্য বেশ কাড়াকাড়ি হয়। শেষ পর্যন্ত তার দাম ওঠে ৯ কোটি ২০ লাখ রুপি, যা আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটারের সর্বোচ্চ দাম। 

 

কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দলে নেওয়ার পরই তাকে বাদ দিতে ভারতজুড়ে বিক্ষোভ শুরু করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এভাবে তাকে বাদ দেওয়ার বিষয়টি অবশ্য ভালোভাবে নেয়নি ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি। যে কারণে বিসিসিআইকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। 

 

আরও পড়ুন: মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা

 

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) কীর্তি আজাদ বলেন, ‘নিলামের পুলটা কে তৈরি করেছে? তালিকাটা তো বিসিসিআইয়েরই তৈরি করা। সেখানে সাত বাংলাদেশি ক্রিকেটার ছিল। কলকাতা সেখান থেকে নিয়েছে মোস্তাফিজকে। শাহরুখ খান তো নিলামে থেকে (মোস্তাফিজের নাম) ডাকেননি। তাদের বোলিং লাইনআপ কম শক্তিশালী ছিল বলেই মোস্তাফিজকে উঠিয়েছে। আইপিএলে ৯০ ম্যাচে ৯৬ উইকেট (৬০ ম্যাচে ৬৫ উইকেট) ৮.১৩ ইকোনমি—সবই আমি পড়েছি। আমার তো মাথায় আসছে না তারা কী করলো।’ 

 

কয়েক দিন ধরে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয়রা। মূলত এই ইস্যুতেই মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। আর শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়েই দিলো কলকাতা। 

 

কীর্তি আজাদের প্রশ্ন, বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্ক যেহেতু ভালো যাচ্ছে না, তখন তাকে (মোস্তাফিজকে) নেওয়া হলো। পিটিআইকে কীর্তি বলেন, ‘প্রথম কথা, বাংলাদেশের সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো না, তাহলে তার নাম কেন দেওয়া হলো (নিলামের তালিকায়)? নিলাম থেকে একবার যখন তোলা হলো, তারাই (বিসিসিআই) বাদ দিতো, কলকাতা কেন বাদ দিল? আপনিই বলছেন, তাকে (মোস্তাফিজকে) বাদ দিয়ে অন্য কাউকে নেন। আজব ব্যাপার।’ 

 

আরও পড়ুন: মোস্তাফিজের বাদ পড়া ‘কোল্যাটারাল ড্যামেজ’: আকাশ চোপড়া

 

গত বছরের এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। মোস্তাফিজ ইস্যুতে কথা বলতে গিয়ে অপারেশন সিঁদুরের কথাও উল্লেখ করেছেন কীর্তি। 

 

‘অপারেশন সিঁদুর হলো। সেখানে (এশিয়া কাপে) পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারত হাত মেলায়নি। সেখানেও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। অনুরাগ ঠাকুর ও জয় শাহ দুবাইয়ে শহীদ আফ্রিদির সঙ্গে বসে খেলা দেখেছেন, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছিল। এই শহীদ আফ্রিদি যখনই সুযোগ পান, কাশ্মীর-কাশ্মীরি ও ভারতকে নিয়ে আগুন ঢেলে দেন। তার সঙ্গে বসে খেলা দেখাটা এখন তাহলে সঠিক! এটা তো হতে পারে না।’

]]>
সম্পূর্ণ পড়ুন