মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

২ দিন আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। খোদ আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে দেয়া এক চিঠিতে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তাশঙ্কা রয়েছে। তবে এই চিঠিতে উল্লিখিত কারণগুলো নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে যা ভারতে বাংলাদেশ দলের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।


চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।


১. বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করা।


২. বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক করা হয়।


৩. বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ততোটা ঝুঁকিপূর্ণ।


আরও পড়ুন: ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ: আসিফ নজরুল 


আইসিসির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, 'আইসিসি যদি আশা করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না—তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না। এটি অত্যন্ত উদ্ভট এবং অযৌক্তিক।'  


তিনি আরও বলেন, 'ভারতের বর্তমান ‘উগ্র সাম্প্রদায়িক’ ও ‘বাংলাদেশ-বিদ্বেষী’ পরিবেশের কারণেই সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে।'


এদিকে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন