মোস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত: আসিফ আকবর

১ সপ্তাহে আগে
মোস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে ‍জল ঘোলা অবশ্য কম হচ্ছে না। এক মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাতেই তৈরি হয়েছে নানা জটিলতা। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ, ভারতে বিশ্বকাপে খেলতে দল পাঠাবে না বিসিবি—ইত্যাদি ইস্যু নিয়ে উত্তপ্ত এখন দুই দেশের ক্রিকেটাঙ্গন। শুধু তাই নয়, এই একটা ইস্যু নিয়ে মাথা ঘামাতে হচ্ছে খোঁদ আইসিসিকেও।

আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। আর তাতেই শুরু হয় নানা নাটকীয়তা। 

 

এর প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আইপিএল সম্প্রচার নিষিদ্ধে তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি। একইভাবে বিসিবির পরিচালক আসিফ আকবরও সমর্থন জানিয়েছেন এই সিদ্ধান্তে। 

 

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো নিরাপদ মনে করছি না: বুলবুল

 

‘আমাদের প্লেয়াররা দেশ-বিদেশে খেলবে, দেশের জন্য সুনার বইয়ে আনবে, রেমিট্যান্স নিয়ে আসবে … দেশের জন্য তারা একটা শপথ নিয়েই তো খেলে, বাংলাদেশ টিমে খেলার স্বপ্নেই তো সবাই খেলে। আমরা তো আমাদের প্লেয়ারদের আটকাতে চাই না, কিন্তু আমাদের প্লেয়ারদের সুরক্ষা আমরা চাই, তাদের সম্মানটা চাই, এবং আমাদের ফুল স্ট্যাটাস আছে আইসিসির, সেটা যেন সমন্বয় থাকে।’ 

 

আসিফ আকবর মনে করেন, যেখানে নিরাপত্তা ও সম্মান বজায় থাকবে, বাংলাদেশের খেলোয়াড়দের সেখানেই খেলা উচিত। ‘আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে। এবং যেখানে তাদের নিরাপত্তা ও সম্মান বজায় থাকবে সেখানেই তারা খেলবে।‘  

 

আরও পড়ুন: বাংলাদেশ ভারতে আসবে কি–না, সেটা তাদের পছন্দ: হরভজন

 

আসিফ আকবর আরও বলেন, ‘যেহেতু আইপিএল সম্প্রচারের সিদ্ধান্তটা সরকারের, যেহেতু আমরা শকড (বিস্মিত), মোস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত। সেদিক থেকে বাংলাদেশের মানুষের দাবি একটাই; যেহেতু মোস্তাফিজ নেই, আমরা সেখানে অপমানিত হয়েছি, আইপিএল সম্প্রচার চলতে পারে না।’ 

 

‘যতটুকু পাবলিক পালস পড়েছি … এখন তো আসলে নতুন প্রজন্ম, ২৪-এর জুলাই বিল্পবের পর নতুন একটা জেনারেশন তৈরি হয়েছে। তাদের স্বপ্ন, তাদের শপথ, তাদের চিন্তাভাবনা আলাদা। তো তাদের পালসটাও আমাদের ধরতে হবে যে নতুন প্রজন্ম কী ভাবছে। সেই হিসেবে তারা দেশের আত্মসম্মান, দেশের মানুষের সম্মান, দেশের খেলোয়াড়দের সম্মান নিয়ে খুব সেনসেটিভ এবং সাধারণ দেশবাসী যারা আছেন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আজকের এই আইপিএলের সম্প্রচার বয়কট করা। এবং এটার সাথে আমার সমর্থন আছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন