মোসাদ্দেকের ঝড়ে রংপুরকে বড় ব্যবধানে হারাল ঢাকা

৫ দিন আগে
মোসাদ্দেক হোসেন সৈকত নামার সময় ১১.৪ ওভার ব্যাট করে ফেলা ঢাকা বিভাগের রানরেট ছিল ৬ এরও কম। মোসাদ্দেকের ঝড়ে বদলে যায় ইনিংসের চেহারা, শেষ পর্যন্ত ওভারে ৮.৫৫ করে রান তোলা দলটি ৩ উইকেটে পায় ১৭১ রানের সংগ্রহ। লক্ষ্য দিয়ে রংপুরকে ১০০ রানে গুটিয়ে দিয়েছে তারা।

সিলেটে ঢাকা পেয়েছে ৭১ রানের বড় জয়। ম্যাচসেরা হয়েছেন ২৮ বলে ফিফটি করে ৬৪ রানে অপরাজিত থাকা মোসাদ্দেক। ৩২ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছয় হাঁকান। পরে এক বল করে তিনি একটি উইকেটও নিয়েছেন।


মোসাদ্দেকের সতীর্থদের মধ্যে আরিফুল ইসলামও ফিফটি করেন। ৪৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এই দুজনের জুটি হয় ৯৬ রানের। মাহিদুল ইসলাম অঙ্কন ২২ ও জিশান আলম করেন ১৭ রান। মুকিদুল ইসলাম মুগ্ধ, আবদুল গাফ্‌ফার ও মোহাম্মদ এনামুল পান একটি করে উইকেট।


রান তাড়ায় রংপুরের ব্যাটারদের কাছে কোনো জবাবই ছিল না। নাঈম ইসলাম এক প্রান্ত আগলে ধরে রাখলেও ৬৮ রানেই চলে যায় ৮ উইকেট। এরমধ্যে আলাউদ্দিন বাবু কিছুটা ইন্টেন্ট দেখান। সাতে নামা এই বোলিং অলরাউন্ডার ১২ বলে খেলেন ২১ রানের ঝড়ো ক্যামিও।


আরও পড়ুন: হাবিবুর ও শান্তর ঝড়ে বৃথা গেল সৌম্য-আফিফের অর্ধশতক


১০ নম্বরে নামা আবু হাসিমও ২০ এর ঘর পার হয়েছিলেন। ২০ বলে ২৫ রান করে আউট হন তিনি। শেষ ব্যাটার হিসেবে চোটে পড়া মুকিদুল মাঠে না নামলে জয় পায় ঢাকা। আকবর আলী করেছিলেন ১২ রান। নাঈম শেষ পর্যন্ত ২৬ রানে অপরাজিত ছিলেন। ঢাকার হয়ে তাইবুর রহমান ২২ রানে নেন ৩ উইকেট। রিপন মণ্ডল ও নাজমুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।


এই জয়ে এনসিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ঢাকা। ২ ম্যাচে ৩ পয়েন্ট তাদের, বৈরি আবহাওয়ার কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। রংপুর এক পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচে।

]]>
সম্পূর্ণ পড়ুন