মোসাদ্দেকের ঝোড়ো ব্যাটিংয়ে ম্লান সাকিবের টর্নেডো ইনিংস

৩ সপ্তাহ আগে
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বিশ্বের সব ধরনের টুর্নামেন্টে বোলিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। তবে তাতে থামানো যাচ্ছে না সাকিবকে। বোলিং করতে না পারলেও ব্যাটার পরিচয়ে দিব্যি খেলা চালিয়ে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লঙ্কা টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেললেন টর্নেডো এক ইনিংস। অবশ্য সেই ইনিংসকে ম্লান করে দিয়েছেন সাকিবের জাতীয় দলের সতীর্থ মোসাদ্দেক হোসেন।

মঙ্গলবার লঙ্কা টি-টেন লিগে সাকিবের গল মারভেলসের মুখোমুখি হয়েছিল মোসাদ্দেক-সাব্বির হোসেনদের হাম্বানটোটা বাংলা টাইগার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে মোসাদ্দেকের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটে জয় পেয়েছে হাম্বানটোটা।  

 

৮৩ রানের লক্ষ্যতাড়ায় নেমে ৫৭ রানে ৫ উইকেট হারায় হাম্বানটোটা। মোসাদ্দেজ যখন ক্রিজে আসেন, তখন জয়ের জন্য ২০ বলে দরকার ২৬ রান। পাল্লেকেলের টার্নিং উইকেটে কাজটা মোটেও সহজ না হলেও দারুণ দক্ষতায় সেটা করে দেখিয়েছেন মোসাদ্দেক।   

 

আরও পড়ুন: সাইমের সেঞ্চুরি ও সালমানের হার না মানা ইনিংসে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়

 

৯ম ওভারে বিনুরা ফার্নান্দোকে টানা বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন মোসাদ্দেক। ১৩ বলে দুটি চার ও একটি ছক্কায় ২০ রান করে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। তাতে ৪ বল হাতে রেখে জয় পায় হাম্বানটোটা।

 

এর আগে বোলিংয়ে নেমে বেশ তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে মোসাদ্দেক। এক ওভারে ১৮ রান দিয়েছেন তিনি। মোসাদ্দেককে এমন বাজেভাবে তুলোধুনো করেছেন অবশ্য তার জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানই। মোসাদ্দেকের করা একমাত্র ওভারে দুই ছক্কা এবং একটি চার হাঁকিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: লঙ্কা টি-টেনে টর্নেডো ইনিংস খেললেন সাকিব

 

ব্যাট হাতে গলের হয়ে এদিন একাই লড়াই করেছেন সাকিব। তাদের রানের অধিকাংশই এসেছে তার ব্যাট থেকে। ১৯ বলে ৩ ছক্কা ও ৪ চারের মারে ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাটে ভর করেই ৮২ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে সেটিও জয়ের জন্য যথেষ্ট ছিল না।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন