মোবাইল দেখতে নিষেধ করায় প্রাণ দিলো স্কুলছাত্রী

৩ দিন আগে
যশোরে মোবাইল ফোন দেখতে নিষেধ করায় বাবা-মায়ের ওপর রাগ করে হাফসা (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বিরামপুর ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত হাফসা ওই এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। সে যশোর উপশহর বাদশা ফয়সাল ইনস্টিটিউটের দশম শ্রেণির শিক্ষার্থী।


যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, হাফসা বিকেলে সাড়ে ৪টার দিকে নিজ ঘরে মোবাইল ফোনে ভিডিও দেখছিলো। তার বাবা-মা মোবাইল দেখতে নিষেধ করে এবং বকা দেয়।


আরও পড়ুন: বারান্দায় বাবার আর বাড়ির পাশে গাছে ঝুলছিল ছেলের মরদেহ


এতে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মেয়েটি। পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।


এ সময় চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন