‘মোদি-আদানি একই’ লেখা পোস্টারে ভারতে বিরোধীদের বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দেশটির পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন বিরোধী আইনপ্রণেতারা। তাদের অভিযোগ, আদানিকে ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে মোদি সরকার।

সম্প্রতি গৌতম আদানির বিরুদ্ধে ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেয়ার মাধ্যমে ভারতীয় সৌরবিদ্যুৎ সরবরাহের চুক্তি পাওয়ার অভিযোগ আনা হয়েছে মার্কিন আদালতে। একইসঙ্গে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে।

 

গৌতম আদানির এই ঘুষ কেলেঙ্কারির ঘটনায় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিল্লিতে অবস্থিত পার্লামেন্ট ভবনের বাইরে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ করেন। এ সময় তাদের হাতে ‘মোদি-আদানি একই’ লেখা পোস্টার ও ব্যানার দেখা যায়।

 

এছাড়া আদানির বিরুদ্ধে ভারতে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো।

 

আরও পড়ুন: ঘুষ কেলেঙ্কারি ইস্যুতে অবশেষে মুখ খুললেন আদানি

 

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আদানিকে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পার্লামেন্টে এই ইস্যুতে আলোচনার দাবি জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্যও করা হয়নি।

 

তবে আদানি গ্রুপের পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এছাড়া আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানায় সংস্থাটি।

]]>
সম্পূর্ণ পড়ুন