দুঃস্বপ্নের মতো একটা মৌসুম কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে গত মৌসুম হঠাৎ-ই ছন্দপতন। এরপর হাতছাড়া হয় ইপিএল শিরোপা। পেপ গার্দিওলার ২০১৬-১৭ মৌসুমে দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো শিরোপা বিহীন মৌসুম কাটাতে হয়। তাতে চাকরি হারানোর শঙ্কাও দেখা দেয় কোচের। অপ্রত্যাশিত এক মৌসুম কাটানোর পর এবার নতুন বিপদের মুখে ম্যানচেস্টার সিটি।
ক্লাব বিশ্বকাপ দিয়ে নতুন মৌসুম শুরুর আগে ভালো একটা সূচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নামে ম্যানসিটি। তবে, এবার মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে আর্থিক জরিমানা। ইপিএলে নিয়ম ভঙ্গের কারণে এবার মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে ম্যানচেস্টার সিটিকে। গেল মৌসুমে ৯ বার বিলম্বিত কিক-অফ এবং পুনঃসূচনা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ম্যানচেস্টার সিটিকে জরিমানা করেছে। তবে, জরিমানার সে অর্থের পরিমাণ শুনলে চোখ চড়কগাছ হবে যে কারও। কিক অফে দেরি করাসহ বেশ কয়েকটি নিয়ম ভঙ্গের কারণে এবার ১ মিলিয়ন ইউরোর বা দশ লাখ পাউন্ডের বেশি জরিমানা পরিশোধ করতে হবে ইংলিশ ক্লাবটিকে। শাস্তির বিষয়টি ঘোষণা করেছে ইপিএল কর্তৃপক্ষ।
যেখানে তারা উল্লেখ করে, ‘ম্যাচ শুরু এবং পুনরায় শুরু করা সম্পর্কিত নিয়মগুলি প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ পেশাদার স্তরে সংগঠিত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। ভক্ত এবং অংশগ্রহণকারী ক্লাবগুলির জন্য সুরক্ষা প্রদান করতে সহায়তা করতে হবে।’
আরও পড়ুন: লাল কার্ডের পর চার ম্যাচের নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন ক্লাবের মিডফিল্ডার
এক কিংবা দুই ম্যাচ নয়, গেল মৌসুমে একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে ৯ বার। ৯টি ম্যাচ দেরিতে শুরু কিংবা বিরতির পর পুনরায় শুরুতে বিলম্ব করার এই আর্থিক শাস্তি দেওয়া হয়েছে সিটিকে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই কারণে ক্লাবটিকে জরিমানা করা হলো। এক বছর আগে একই ধরনের অপরাধের জন্য ২ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছিল ক্লাবটিকে। যদিও, আইন ভঙ্গের এই শাস্তি মেনে নিয়েছে সিটি কর্তৃপক্ষ এবং তারা নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে এমন ভুল না করার বিষয়েও খেলোয়াড় ও স্টাফদের সতর্ক করেছে তারা।
মোট ১.০৮ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে সিটির সাউদাম্পটন, টটেনহ্যাম, নটিংহ্যাম ফরেস্ট, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হোম ম্যাচের পাশাপাশি ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা এবং ইপসউইচ টাউনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের। খেলা পুনরায় শুরু হতে সবচেয়ে বেশি বিলম্বের ঘটনা ঘটেছে ওয়েস্ট হ্যাম এবং ইপসউইচের বিপক্ষে, যার প্রতিটিতে দুই মিনিট এবং ২২ সেকেন্ড সময় লেগেছে।
আরও পড়ুন: ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে হেরে অঘটনের স্বীকার পিএসজি
]]>