মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের

১ দিন আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন বাইসাইকেলের এক চালক। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

 শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টায় চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহত সুমন বেপারী (৩৬) মধ্য চাঁদপুর গ্রামের মৃত শহীদ উল্লাহ’র ছেলে। বাইসাইকেলে থাকা আহত হাবু মিজি (৩০) নামে একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তবে দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেলের ২ আরোহীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: গ্লাস আনতে গিয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, শোকাচ্ছন্ন বিয়ে বাড়ি

চাঁদপুর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহতদের  হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।


ধানুয়া বাজারের ব্যবসায়ী সফিকুর রহমান জানান, বাইসাইকেলে বাজার থেকে মধ্য চাঁদপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন সুমন ও হাবু। এসময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুমন। 

]]>
সম্পূর্ণ পড়ুন