মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

১ সপ্তাহে আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলে রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্বাচলের ৩০০ ফুট সড়কে লেংটার মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

 

সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন কাঞ্চন হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল রানা।

 

নিহতরা হলেন- রাজধানীর ইব্রাহিমপুর এলাকার জসীমউদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

 

আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারে চেক বিতরণ করল বিআরটিএ

 

আহত শিক্ষার্থীর একজনের নাম রাব্বি। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহত আরেকজনের নাম জানা যায়নি।

 

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা সময় সংবাদকে বলেন, বিকেলে ঢাকা থেকে দীপ, সুমন ও রাব্বিসহ চার বন্ধু দুইটি মোটরসাইকেল যোগে পূর্বাচলে বেড়াতে আসেন। ৩০০ ফুট সড়কে তাদের দুইটি মোটরসাইকেল রেস খেলার মতো পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে দুইটি মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে আরোহী চারজন ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন এবং একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

 

আরও পড়ুন: আগস্টে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ: বিআরটিএ

 

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে আহত অপর তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় দীপ মারা যান। আহত রাব্বিকে পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মোটর সাইকেলটির আগুন নেভায়। ততোক্ষণে সেটি একেবারে পুঁড়ে যায়।

 

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে এবং পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন