মোংলায় সচেতনতা বাড়াতে বাঘ মহড়া অনুষ্ঠিত

২ দিন আগে
বাঘ ও সুন্দরবন রক্ষায় সচেতনতা বাড়াতে মোংলায় বাঘ মহড়া এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ৩০ জুলাই (বুধবার) বিকেলে মোংলার মিঠাখালী বাজার মাঠে এ কর্মসূচির আয়োজন করে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ওয়াইল্ড টিম।

 

বিকেল সাড়ে ৪টায় বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার ও ‘ধরা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ।

 

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, ক্রীড়া ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপি নেতা শেখ রুস্তম আলী, বিএনপি নেতা এমরান হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, ক্রীড়াবিদ মো. শাহ আলম শেখ, ক্রীড়াবিদ রকিবুল ইসলাম, কোকো ক্রীড়া সংসদের মেহেদী হাসান সবুজ ও সোহেল হাওলাদার, ‘ধরা’র নেতা নাজমুল হক, পরিবেশকর্মী হাছিব সরদার, বাদাবন সংঘের মেহেদী হাসান বাবু, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান, ছাত্রনেতা শেখ শুভ ও মঈনউদ্দীন প্রমুখ।

 

আরও পড়ুন: সংখ্যা বাড়লেও খাবারের সংকটে রয়েল বেঙ্গল টাইগার

 

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম বলেন, ‘সুন্দরবনের বাঘ রক্ষায় ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। আন্তর্জাতিক চোরাচালান চক্রকে রুখতে না পারলে বাঘ রক্ষা করা কঠিন হবে। বাঘ ও মানুষের দ্বন্দ্ব নিরসনে সবাইকে বাঘের বন্ধু হয়ে এগিয়ে আসতে হবে।’

 

অনুষ্ঠানে ওয়াইল্ড টিমের ভিটিআরটি সদস্যরা বাঘ মহড়ায় অংশ নেন। পরে মিঠাখালী ইউনিয়ন বনাম চাঁদপাই ইউনিয়নের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

খেলার আগে মিঠাখালী বাজার মসজিদ চত্বরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। এই কর্মসূচির আয়োজন করে ‘ধরা’ ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন