সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মুখে স্কচটেপ পেঁচানো ঘেরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশিদ জানান, উদ্ধার করা মরদেহটি পাশের মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের হাসেম শেখের ছেলে হাসান শেখের। তিনি একজন পেশাদার অটোভ্যান চালক ছিলেন।
তিনি আরও জানান, সোমবার দুপুরে উপজলার তেঁতুলবাড়িয়া বাজারের কাছে তাফালবাড়ি এলাকার এক মৎস্য ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে। এসময় পুলিশ দেখতে পায়, নিহতের মুখমণ্ডলে স্কচটেপ পেঁচানো রয়েছে। তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার সঙ্গে থাকা অটো ভ্যানটি এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: যশোরে অপহৃত সেই ব্যবসায়ীর পুঁতে রাখা মরদেহ উদ্ধার
কী কারণে তাকে হত্যা করা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এ নিয়ে পুলিশের তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।