মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার মিঠাখালি ইউনিয়ন ও পৌর শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আরিফ ফকির মিঠাখালি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সদস্য ৯নং ওয়ার্ড সদস্য। পাশাপাশি তিনি মোংলা উপজেলায় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবং সাবেক মিঠাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। আরিফ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার পরিদর্শক তদন্ত মানিক চন্দ্র গাইন।
আরও পড়ুন: নাসিরনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন খবর পায় পুলিশ। এর সূত্রধরে মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা এলাকা থেকে রাতে মো. আরিফ ফকিরকে নাশকতার প্রস্তুতকালে হাতেনাতে গ্রেফতার করে এবং বাকিরা দৌড়ে পালিয়ে যান।
মানিক চন্দ্র গাইন আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের বুধবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

২ সপ্তাহ আগে
৯






Bengali (BD) ·
English (US) ·