মোংলা উপজেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

১ দিন আগে
মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার (২২ নভেম্বর) তাতে আদালতে সোপর্দ করা হয়।


নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইস্রাফিল হাওলাদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


আরও পড়ুন: বাসে অগ্নিসংযোগ, বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার


এদিকে ইস্রাফিল হাওলাদার আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকলেও তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতেন।

]]>
সম্পূর্ণ পড়ুন