নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় শেষ টি-টোয়েন্টি কেবল নিয়মরক্ষার। এমন ম্যাচে তাই শাহিন-শাদাবের মতো অভিজ্ঞদের বিশ্রামে রেখে নতুনদের সুযোগ দেয়ার পক্ষে দেশটির সাবেক তারকা শহীদ আফ্রিদি।
তিনি বলেন, ‘আমার মতে সিরিজের শেষ ম্যাচে অন্য ক্রিকেটারদের সুযোগ দেয়া উচিত। কারণ সিরিজ জেতার আর সুযোগ নেই। শাহিন, শাদাবের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হোক। এতে বেঞ্চে থাকা ক্রিকেটারেরা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।’
আরও পড়ুন: আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি: তামিম
সংক্ষিপ্ত ফরম্যাটের এ সিরিজে এমনিতেই খুব বেশি অভিজ্ঞদের নিয়ে দল সাজায়নি পাকিস্তান। বিশ্রামে রাখা হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের।
ওয়েলিংটনে বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
আরও পড়ুন: করাচি কিংসের অধিনায়ক হলেন ওয়ার্নার
সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষে দুদল তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। ২৯ মার্চ শুরু হবে ৫০ ওভার ফরম্যাটের ম্যাচ।
]]>