৮ দলের এই টুর্নামেন্টে সমান ১০ পয়েন্ট করে পাওয়া খুলনা হয়েছে দ্বিতীয় ও চট্টগ্রাম হয়েছে তৃতীয়। ৪ জয়ে রংপুর হয়েছে চতুর্থ ও তিনটি করে জয়ে রাজশাহী পঞ্চম এবং সিলেট ষষ্ঠ হয়েছে। দুটি জয় পাওয়া ময়মনসিংহ হয়েছে সপ্তম ও কোনো জয় না পাওয়া ঢাকা বিভাগ টেবিলের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে।
আরও পড়ুন: মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ আয়ারল্যান্ডের কোচ
ব্যাটে-বলে দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বরিশালের লেগ স্পিনার রাবেয়া খান। বল হাতে ৭ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। আর ব্যাট হাতে ১১৮.৫৪ স্ট্রাইক রেটে ১৭৯ রান করেছেন তিনি।
নারীদের এনসিএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বরিশালের সুলতানা খাতুন ও চট্টগ্রামের ফাতেমা জাহান। দুজনই পেয়েছেন ১৪ উইকেট। তাদের চেয়ে একটি উইকেট কম নিয়ে তিন নম্বরে আছেন ময়মনসিংহের স্বর্ণা আক্তার।
আরও পড়ুন: ঘরের মাঠে ভারতের এই হার হজম করা যায় না: পূজারা
ব্যাট হাতে ৭ ইনিংসে ৯৬.৪৯ স্ট্রাইক রেটে ২৭৫ রান করে সেরা হয়েছেন সিলেটের শামীমা সুলতানা। সমান ম্যাচে ২৫৪ রান করে দ্বিতীয় হয়েছেন বরিশালের ফারজানা হক। রংপুরের জুরাইয়া ফেরদৌস ১৮৯ রান করে হয়েছেন তৃতীয়। এর মধ্যে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জুরাইয়া।
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·