বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে শাহজাদপুর ও পুঠিয়া থেকে মামলার ২ নম্বর আসামি বিশাল ও ৬ নম্বর আসামি নাহিদকে গ্রেফতার করে। এ নিয়ে এই মামলায় মোট পাঁচ জনকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এনিয়ে শুক্রবার দুপুর সাড়ে ৩টায় র্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এর আগে এই মামলার প্রধান আসামি নান্টু ও এজাহারভুক্ত তিন নম্বর আসামি খোকন মিয়াকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের শুক্রবার দুপুরে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বিদেশে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী নগরীর তালাইমারী এলাকার নান্টু তার স্ত্রীকে মারধর করেন। প্রতিবেশী আকরাম প্রতিবাদ করলে ক্ষিপ্ত হন নান্টু। এরপর থেকে নান্টু নিজে ও বখাটেদের দিয়ে আকরামের মেয়েকে উত্ত্যক্ত করতেন। গত বুধবার রাতে আকরাম এ বিষয়ে প্রতিবাদ জানালে নান্টু ও তার সহযোগীরা মিলে আকরাম ও তার ছেলে হাসান ইমামের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আকরামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় নিহতের ছেলে হাসান ইমাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
]]>