মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা পরিবহন মালিকদের

৪ সপ্তাহ আগে
দূষণ রোধে পুরানো ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন মালিকরা।

সোমবার (৭ জুলাই) দুপুরে নগরীর শাহ্ ডাইন কনভেনশন সেন্টারে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়। 

 

সভায় পরিবহন মালিকরা বলেন, পরিবেশ সংরক্ষণের নামে তাদের জীবিকা হুমকির মুখে ফেলা হচ্ছে। লোহার গাড়ি কখনো পুরানো হয় না। পুরানো বলে গাড়ি উঠাতে চাইলে সরকারকে বিনা সুদে নতুন গাড়ি দিতে হবে, না হলে কোনো অভিযান করতে দেয়া হবে না।’

 

এর আগে গত ৩০ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে সরিয়ে নেয়ার উদ্যোগের কথা জানান। এরপর থেকেই দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ জানিয়ে আসছেন পরিবহন মালিকরা।

 

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

 

সভায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের সভাপতিত্বে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৬ জেলার মালিক সমিতি ও গ্রুপের নেতাদের সমন্বয়ে ৩৩ সদস্যবিশিষ্ট উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির (২০২৫-২০২৭) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

 

তবে সভাপতি পদের বিষয়ে মতবিরোধ থাকায় পরবর্তীতে সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়েছে। নবগঠিত কমিটিতে পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মোমিন কার্যকরী সভাপতি, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল মহাসচিব এবং বগুড়ার মো. হামিদুল হক চৌধুরী হিরো যুগ্ম-মহাসচিব হিসেবে নির্বাচিত হন।

]]>
সম্পূর্ণ পড়ুন