মেহেরপুরে যৌথ অভিযানে ওয়ানশুটার গান উদ্ধার

২ সপ্তাহ আগে
মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্প এবং র‍্যাব-১২ সিপিসি-৩ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।


অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চোখতোলা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে সেখান থেকে ভারতীয় তৈরি একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।


আরও পড়ুন: মোংলায় দুটি ওয়ানশুটার গানসহ সন্ত্রাসী আটক


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অস্ত্রটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন