বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে তার হাতে পুলিশ সুপারের দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।
এ সময় যোগদান পত্র স্বাক্ষরের মাধ্যমে জেলার দায়িত্বভার নেন নবনিযুক্ত পুলিশ সুপার। এর আগে মনজুর আহমেদ সিদ্দিকী ডিএমপিতে উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে।
আরও পড়ুন: মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ বিএনপির সাবেক নেতা আটক
মেহেরপুরে যোগদানের পর পুলিশ কর্মকর্তা ও অফিস স্টারদের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি। এসময় নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন নবাগত পুলিশ সুপার। যোগদানের পর মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানার অফিসার্স ইনচার্জরা দেখা করেন পুলিশ সুপারের সঙ্গে। এছাড়াও জেলার সুশীল সমাজের ব্যক্তি ও সমাজকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
গেল বছরের ১ অক্টোবর মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মাকসুদা আক্তার খানম। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে।