শনিবার (২২ জুন) দুপুরে শহরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুল আলম।
মেলায় ৮টি স্টলে জেলার স্বীকৃতিপ্রাপ্ত হিমসাগর আম, ল্যাংড়া, আম্রপালি, গোপালভোগ, মোহনভোগ, ফজলি, বারি-৪ সহ বিভিন্ন জাতে আমের পসরা নিয়ে বসেছেন স্টলের মালিকরা। এছাড়াও বিদেশি অনেক আম যা এখন দেশে উৎপাদন হচ্ছে সে জাতের আমগুলো প্রদর্শন করা হচ্ছে। তারমধ্যে রয়েছে কাঠিমন, মিয়াজাকি, বেনানা আম উল্লেখযোগ্য।
আরও পড়ুন: এবার নিজ পরিচয়ে ইউরোপ যাচ্ছে মেহেরপুরের হিমসাগর
মেলায় প্রধান অতিথি বলেন, জেলায় আসার আগে আম উৎপাদনের জেলা হিসেবে ভাবতাম রাজশাহীকে। আর হিমসাগর আম মানেই মনে করতাম সাতক্ষিরা। কিন্তু জেলায় আসার পর জানতে পারছি মেহেরপুরের হিমসাগর আমের কদর। বিভিন্ন জেলায় এখানকার উৎপাদিত আম পাঠিয়ে সুনামও কুড়িয়েছি। হিমসাগর আমটি ইতোমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন বিদশে কিভাবে রপ্তানি বাড়ানো যায় সেই লক্ষে কাজ করছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ।