মেহেরপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ জনের মৃত্যু

৩ সপ্তাহ আগে
মেহেরপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকাল থেকে রাত সাড়ে ৯টার মধ্যে পৃথক তিনটি দুর্ঘটনায় প্রাণ হারান তারা।


নিহতরা হলেন: সদর উপজেলার স্টেডিয়াম পাড়ার মুকুল হোসেন (৫০), গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী সানোয়ার হোসেন (৫০) এবং একই গ্রামের আবুল কাশেম (৬০)।


জানা গেছে, বিকাল ৩টায় হিন্দা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যান আবুল কাশেম। সন্ধ্যা সাড়ে ৭টায় পাখিভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সানোয়ার হোসেন, পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ, হতাহত একাধিক


অন্যদিকে, রাত ৭টার দিকে বুড়িপোতা এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মারাত্মক আহত হন মুকুল হোসেন। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুর রহমান জানান, তিনটি ঘটনাতেই অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন