এর আগে বিকেল ৩টার দিকে উপজেলার সাহারবাটি এলাকার ইবাদত খানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নাহিদ গাঙ্গে উপজেলার এলাঙ্গী গ্রামের বাবুল হোসেনের ছেলে। তিনি গাংনী সরকারি ডিগ্রি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: মেহেরপুরে আলগামন উল্টে মাছ ব্যবসায়ী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে আলগামনে বাড়ি ফিরছিলেন নাহিদ ও তার দুই বন্ধু। পথে ইবাদত খানা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্যালো ইঞ্জিনচালিত আলগামনটি উল্টে গেলে গুরুতর আহত হন নাহিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।