সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ও র্যাবের সমন্বিত একটি দল উপজেলার চৌগাছার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে।
র্যাব-১২ গাংনী ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে গোলাম মোস্তফা ডাকুকে আটক করে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: টেকনাফে বিজিবিকে লক্ষ্য করে গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক গোলাম মোস্তফার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দেয়ার প্রক্রিয়া চলছে। মামলা হলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।