শুক্রবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে মেহেরপুর শহরের হালদার পাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা এ অভিযান চালায়।
যৌথবাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি আকাশ গ্যাংয়ের সদস্য আকাশ, রায়হান ও সজিবকে আটক করা হয়।
আরও পড়ুন: বেশি টাকা দিলেই মিলছে সার অথচ দেখাচ্ছে সংকট, অভিযোগ কৃষকের
আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের লক্ষ্যে র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা। র্যাব ১২ গাংনী ক্যাম্প থেকে মামলাসহ সদর থানায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।