মেহেরপুরে অবৈধ ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা

১ দিন আগে
মেহেরপুরে দুইটি ইটভাটা বন্ধের নির্দেশ ও ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) সারাদিন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। 


এ সময় জহুরুল ব্রিকস ও এসবিআর ব্রিকস নামে ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ভাটা মালিকদের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি গাজী মুয়ীদুর রহমান ও পরিবেশ অধিদফতরের উপপরিচালক মোজাফফর হোসেন খান। 

আরও পড়ুন: পাবনার সেই সাঈদ চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযানের অংশ হিসেবে এই দুটি ভাটা বন্ধ ও জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের ছাড়পত্রবিহীন কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ভাটা পরিচালনা করে আসছিল ভাটা দুটি।
 

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

]]>
সম্পূর্ণ পড়ুন