সওজ সূত্রে জানা গেছে, মেহেরপুর সড়ক বিভাগের আওতাধীন কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৪৩তম কিলোমিটারে গাংনী উপজেলাধীন মালশাদহ নামক স্থানে পুরাতন কালভার্টের স্থলে নতুন কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে।
ফলে উক্ত কালভার্টটি নির্মাণকালীন কুষ্টিয়া থেকে মেহেরপুর অথবা মেহেরপুর থেকে কুষ্টিয়া এর মধ্যে বালু বহনকারী ট্রাক, পাথর বহনকারী ট্রাক, বাসসহ অন্যান্য ভারী যানবাহন গাংনী বাজার থেকে হাটবোয়ালিয়া হয়ে বামুন্দি সড়কটি বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করতে হবে। এ বিষয়ে একটি আদেশ দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
এদিকে হঠাৎ এমন আদেশের কারণে বেগ পেতে হচ্ছে মালবাহী বিভিন্ন যানবাহন গুলোকে। ঘুরে যেতে অতিরিক্ত ১৫ কিলোমিটার রাস্তা যেতে হচ্ছে বলে জানাচ্ছে চালকরা। আগে থেকে এ আদেশ জানানো হয়নি বলেও অভিযোগ তাদের। যথাযথভাবেই জানানোর চেষ্টা করা হয়েছে বলে জানাচ্ছে সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সওজ কর্তৃপক্ষ।