ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ মেহেদী হাসান রানা। সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতেও বল হাতে উজ্জ্বল ছিলেন এই ক্রিকেটার। এর আগে বিপিএলেও আলো ছড়িয়েছিলেন। তবে আসন্ন আসরের জন্য ড্রাফট থেকে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।
আসর শুরুর ঠিক আগ মুহূর্তে রানাকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধর মতো পেসারদের আগেই দলে টেনেছে ঢাকা। তবে এদের মধ্যে একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন হবে রানার জন্য।
আরও পড়ুন: এনসিএলের ফাইনালে মুখোমুখি ঢাকা-সিলেট, চাপ নিচ্ছেন না দুই অধিনায়ক
৩০ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। প্রথম দিনে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা।
ঢাকা ক্যাপিটালস স্কোয়াড: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, থিসারা পেরেরা, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি, স্টিফেন এসকেনাজি, জনসন চার্লস, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ চৌধুরী রাহি, সাইম আইয়ুব, মির হামজা হটাক, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান রানা।
]]>