মেহজাবীনের সঙ্গে সেলফি তুললেন রণবীর কাপুর

৩ সপ্তাহ আগে
একফ্রেমে বন্দি হলেন বলিউডের সুপারস্টার রণবীর কাপুর ও ঢালিউড অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সৌদি আরবের জেদ্দায় চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন দৃশ্য দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের এমন চমক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

 

রোববার (৮ ডিসেম্বর) রেড সি উৎসবে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ছিল মেহজাবীন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ এর প্রদর্শনী। সিনেমাটি দেখার পর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।

 

 

মেহজাবীন তার ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লেখা কর্নারে দাঁড়িয়ে থেকে তিনি ধরা দেন।

 

আর দ্বিতীয় ছবিতে তাকে দেখা যায়, বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। ওই ছবিতে রণবীর মেহজাবীনের সঙ্গে সেলফি তুলছিলেন।

 

আরও পড়ুন: মিশর ও মমি নিয়ে যা বললেন মেহজাবীন

 

এ সময় মেহজাবীন পড়েছিলেন লাল রঙের শাড়ি আর রণবীর পড়েছিলেন অফ হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোর্ট। কালো সানগ্লাস পরা রণবীরের সঙ্গে ছবি তোলার সময় অভিনেত্রীকে বিজয়ের ‘ভি চিহ্ন’প্রদর্শন করতেও দেখা যায়।

 

আরও পড়ুন: মেহজাবীনের বোনের নাটকে রুমির গান

 

এবারের রেড সি উৎসবে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে এসব চলচ্চিত্রের মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি এ প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক। ৫ ডিসেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী ১৪ ডিসেম্বর। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন