সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে 'প্রিয় মালতী'। প্রযোজনা করেছেন আদনান আল রাজীব। শঙ্খ দাশগুপ্তের অনন্য নির্মাণটি দর্শক খুব শিগগির দেখেতে পাবেন হলে গিয়ে।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তার চরিত্রের নাম মালতী রানী দাশ। আর পাঁচটা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সরল গল্প উঠে এসেছে এখানে।
আরও পড়ুন: মিশর ও মমি নিয়ে যা বললেন মেহজাবীন
এর আগে মেহজাবীন জানিয়েছিলেন, যখন তিনি শোবিজ ইন্ডাস্ট্রিতে নতুন, তখন থেকে এখন পর্যন্ত প্রায় সবগুলো কাজই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। দর্শকদের ভালোবাসার জন্যই এত দূর আসতে পেরেছেন। তিনি বিশ্বাস করেন প্রেক্ষাগৃহের কাজটিও দর্শক পছন্দ করবেন।
পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, 'সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন। মালতীর সমস্যা-সংগ্রামগুলো শুধু তার একার না, এগুলো দেশের মানুষের সমস্যা-সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এ শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। এসব চিত্র উঠে এসেছে সিনেমাটিতে।'
আরও পড়ুন: উইল স্মিথ, এমিলিদের সঙ্গে মেহজাবীন চৌধুরী
মেহজাবীন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।