সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি নিয়ে এ আদেশ দেন।
ধার্য তারিখ মোতাবেক আদালতে জবাব দাখিলের জন্য এদিন উপস্থিত হন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। এসময় আদালত মামলার বাদীর নাম ধরে একাধিকবার ডাকলেও তিনি আদালতে উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে আদালতে উপস্থিত হন বাদী।
কাঠগড়ায় দাঁড়িয়ে মামলার বাদী আমিরুল ইসলাম আদালতকে বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের পক্ষ থেকে আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমার বাড়িতে আক্রমণ করা হয়েছে।
আরও পড়ুন: বাশারকে নিয়ে কেয়া পায়েলের পোস্ট, প্রেমের জল্পনা তুঙ্গে!
পরে আদালত তাকে জিজ্ঞেস করেন, মেহজাবীন চৌধুরী কি আপনাকে হুমকি দিয়েছেন? তিনি বলেন, না। আদালত তাকে আবার জিজ্ঞেস করেন, তার ভাই কি হুমকি দিয়েছেন? জবাবে বলেন, না।
পরে আদালত মেহজাবীন চৌধুরীকে জিজ্ঞেস করেন, আপনি কি তাকে হুমকি দিয়েছেন? জবাব দেন, না। আমরা উনাকে চিনি না। কখনো দেখাও হয়নি। উনি কোনো প্রমাণও দিতে পারেননি।
বিচারক আবার জিজ্ঞেস করেন, এর মানে আপনি তাকে কোনো হুমকি দেননি? মেহজাবীন বলেন, প্রশ্নই উঠে না।
আরও পড়ুন: জন্মদিনে কেকের বদলে কী কাটলেন রুনা খান?
পরে শুনানি শেষে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে মুচলেকা নিয়ে অব্যাহতি দেন আদালত।
]]>
৩ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·