মেসির হ্যাটট্রিকে বড় জয় মায়ামির, রোনালদোর আল নাসরেরও বড় জয়

১ সপ্তাহে আগে
আগের ম্যাচে জোড়া গোলের পর এবার হ্যাটট্রিক তুলে নিলেন লিওনেল মেসি। মেজর সকার লিগ (এমএলএস) ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকার দ্বিতীয় হ্যাটট্রিকে উড়ে গেল ন্যাশভিল।

রোববার (১৯ অক্টোবর) ভোরের ম্যাচটিতে ৫-২ ব্যবধানে জিতলো মায়ামি। আগের দিন রাতে সৌদি প্রো লিগে বড় জয় পেয়েছে রোনালদোর আল নাসরও। ৫-১ ব্যবধানে আল ফাতেহকে উড়িয়ে দেওয়ার দিনে একটি গোল করেছেন পর্তুগিজ তারকা। হ্যাটট্রিক করেছেন তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স।

 

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও উজ্জ্বল মেসি ও রোনালদো। বয়সও বাধা হতে পারছে না তাদের পারফরম্যান্সে। ইউরোপ অধ্যায় শেষ করে একজন যুক্তরাষ্ট্রে আর অন্যজন দ্যুতি ছড়াচ্ছেন সৌদি আরবের লিগে।

 

আগের ম্যাচেই আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। এবার তুলে নিলেন হ্যাটট্রিক। এমএলএসে তিনি সবশেষ হ্যাটট্রিক করেছিলেন গত ১৯ অক্টোবর, নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৬-২ ব্যবধানে জয়ের ম্যাচে। এদিন ম্যাচের ৩৪তম মিনিটেই দারুণ এক আক্রমণ শাণিয়ে দলকে লিড এনে দেন মেসি। বক্সের বাইরে জর্দি আলবার ক্রস বুকের সাহায্যে নিয়ন্ত্রণে নিয়ে ৬ ডিফেন্ডারের বাধা কাটিয়ে বক্সের বাইরে থেকেই নিচু শটে জাল খুঁজে নেন।  ৪৩তম মিনিটে সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে হেডের সাহায্যে ন্যাশভিলকে সতায় ফেরান স্যাম সারিজ। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে লিডও তুলে নেয় ন্যাশভিল।

 

আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে আর্জেন্টিনা-বাংলাদেশ, অবনতি ব্রাজিলের

 

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে মায়ামি। ৬২তম মিনিটে বক্সে অ্যান্ডি নাজারের হাতে বল লাগলে পেনাল্টি পায় মায়ামি। সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান মেসি। চার মিনিট পরে, ছয় গজ দূরত্ব থেকে বালতাসার রদ্রিগেজ মায়ামিকে ৩-২ গোলে এগিয়ে দেন। ৮১তম মিনিটে বক্সের ডান কোণা থেকে দারুণ এক বাঁকানো শটে হ্যাটট্রিক তুলে নেন মেসি। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান ৫-২ করেন  তেলাস্কো সেগোভিয়া।

 

সব মিলিয়ে এমএলএসের চলতি আসরে ২৯ গোল করে সবার উপরে রয়েছেন মেসি। তিনি এখন লিগের দ্বিতীয় শীর্ষ গোলদাতা সারিজ এবং লস অ্যাঞ্জেলেস এফসি’র ডেনিস বুয়াঙ্গার চেয়ে পাঁচ গোল এগিয়ে আছেন।

 

৩৪ ম্যাচে ১৯ জয় ও ৮ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিনে থেকে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছে মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে তার আবার ন্যাশভিলের মুখোমুখি হবে।

 

আরও পড়ুন: মায়ামিতে বার্সেলোনার ম্যাচ, খেলা বন্ধ রেখে প্রতিবাদ লা লিগার খেলোয়াড়দের

 

এদিকে যুক্তরাষ্ট্রে মেসির আলো কাড়ার আগে সৌদি আরবে নিজের পেশাদার ক্যারিয়ারের ৯৪৯তম গোলটি করেছেন রোনালদো। মৌসুমের টানা পঞ্চম জয় তুলে নেয়ার ম্যাচে অবশ্য আলোটা বেশি কেড়েছেন তার জাতীয় দলের সতীর্থ ফেলিক্স। ম্যাচ শুরুর ১৩তম মিনিটেই বক্সের বাইরে থেকে জোরালো এক শটে দলকে এগিয়ে দেন এ তরুণ ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান প্রায় দ্বিগুণ করেছিলেন রোনালদো। কিন্তু দুর্ভাগ্যবশত বক্সের বাইরে থেকে নেয়া তার নিচু শটটি বারে লেগে ফিরে আসে। ৫৪তম মিনিটে আল ফাতেহকে সমতায় ফেরান সোফিয়ান বেনদেবকা। এর পাঁচ মিনিট পরই বক্সের ঠিক বাইরে বাঁ কর্নার থেকে কোণাকুণি জোরালো শটে আল নাসরকে লিডে ফেরান রোনালদো।

 

বাকি গল্পটা লিখেছেন ফেলিক্স ও কিংসলে কোম্যান। ৬৮ ও ৭৯তম মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন লিগের শীর্ষ এ গোলদাতা। ৭৫তম মিনিটে ব্যবধান ৫-১ করেন কোম্যান। ৫ ম্যাচের সবগুলো জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসর। ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে ফেলিক্স। ৫ গোল করে দুইয়ে রোনালদো।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন