টাইগারদের দুয়ো দেয়ায় বাংলাদেশি সমর্থকদের সমালোচনা করলেন স্যামি

১১ ঘন্টা আগে
দেশের মাটিতে বাংলাদেশের খেলায় বরাবরই দর্শকের ঢল নামে। টেস্ট স্টেটাস পাওয়ার পর জয় যখন ছিল আকাশের চাঁদ, তখনও নিঃশর্ত সমর্থন দিয়ে গেছে সমর্থকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে টাইগার সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলেই মনে হচ্ছে। দল বাজে খেললেও স্টেডিয়ামের গ্যালারি থেকে খেলোয়াড়দের উদ্দেশে ভেসে আসে দুয়ো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দিনেও খেলোয়াড়দের দুয়ো দিয়েছেন স্টেডিয়ামে আসা দর্শকরা।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে তৃপ্তির ঢেঁকুর তোলা বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। গতকাল (৩১ নভেম্বর) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


বাংলাদেশ আগে ব্যাট করে ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে রোস্টন চেজ ও আকিম অগুস্তের অর্ধশতকে ভর করে  ১৬.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।


এদিন তানজিদ তামিম ক্যারিয়ারের দশম অর্ধশতক হাঁকালেও বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ৬২ বলে ৯ চার ও ২ ছক্কায় তানজিদ ৮৯ রান করেন। বাকিদের মধ্যে শুধু সাইফ হাসানই (২৩) দুই অঙ্কের রান করতে পেরেছেন।

 

আরও পড়ুন: টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম


সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে টাইগাররা সিরিজ খোয়ালেও তৃতীয় ম্যাচেও গ্যালারি কানায় কানায় ভরে উঠেছিল দর্শকে। কিন্তু দলের এমন পারফরম্যান্স তাদের হতাশায় ডুবিয়েছে। বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় গ্যালারি থেকে একটানা ভেসে এসেছে দুয়ো। সমস্বরে টাইগারদের 'ভুয়া' 'ভুয়া' বলে স্লোগান দিয়েছেন সমর্থকরা।


টাইগার সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। ম্যাচের পর তিনি বলেন, 'কিন্তু তারা যেভাবে তাদের খেলোয়াড়দের ট্রিট করেছে আমি এটা পছন্দ করিনি। তারা খেলোয়াড়দের 'ভুয়া-ভুয়া' এমন কিছু বলেছে। আমি শুনেছি এটার মানে কি। আপনি একজন সমর্থক এবং প্রত্যেক খেলোয়াড়ই চায় ভালো করতে আপনাদের তাদেরকে সমর্থন করা উচিত।'


বাংলাদেশকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ জানান, সিরিজে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে পার্টনারশিপ। সিরিজে কোনো ম্যাচেই ভালো পার্টনারশিপ গড়তে পারেনি টাইগাররা। চেজ বলেন,  ‘পার্টনারশিপ পার্থক্য গড়ে দিয়েছে। ওদের বড় পার্টনারশিপ হয়নি। এটা এমন পিচ যেখানে দুজন সেট হয়ে যত্যখন সম্ভব ব্যাট করে যাওয়া। এখানে শুরুটা বেশ কঠিন। ফলে উইকেট পড়ে যাওয়ার সুযোগ থাকে, প্রতিপক্ষে আপনি এই সুযোগটা দিতে চাইবেন না।’

]]>
সম্পূর্ণ পড়ুন