'মেসিকে ছুঁলেই ফাউল', কীসের ইঙ্গিত দিলেন পেরু ফুটবলার

১ সপ্তাহে আগে
আর্জেন্টিনার বিপক্ষে খেলা খুব কঠিন। কাউকে ছুঁলেই রেফারি ফাউলের ইশারা করেন। তবে যখন আমাদের ছোঁয়া হয়, তখন কোনো বাঁশি বাজে না। এটা হজম করা খুবই কঠিন। কিন্তু আমরা জানি বিষয়টা কেমন।'- আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পেরুর ফুটবলার পাওলো গুয়েরেরো।

বুধবার (২০ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা।   

 

ঘরের মাঠে বল দখল এবং আক্রমণে স্পষ্টভাবে পেরুকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ফেয়ার প্লের দিক থেকেও এগিয়ে স্বাগতিকরা। পুরো ম্যাচে কোনো কার্ড দেখেনি আর্জেন্টাইনরা। অন্যদিকে, ম্যাচে মোট ১৮টি ফাউল করে ৩টি হলুদ কার্ড দেখেছে পেরু।

 

আরও পড়ুন: পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

 

তবে এই পরিসংখ্যানকে প্রশ্নবিদ্ধ করেছেন পেরুর স্ট্রাইকার পাওলো গুয়েরেরো। ম্যাচের পর দেয়া এক সাক্ষাৎকারে এই ফুটবলার রেফারির পক্ষপাতের ইঙ্গিত করেছেন। তার মতে, আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন কর্তব্যরত রেফারি।

 

তিনি বলেন, 'আমাদেরকেও ছোঁয়া হয়েছে। কিন্তু কোনো ফাউল দেয়া হয়নি। কিন্তু মেসিকে আঙুল দিয়ে ছোঁয়া হলেও আমাদের ফাউল দেয়া হয়েছে। এটা আমাদের জন্য খেলা অনেক কঠিন বানিয়ে দিয়েছে।'

 

আরও পড়ুন: আর্জেন্টিনার হয়ে খেলতে কঠিন শর্ত, মেসির জন্য প্রযোজ্য নয়

 

তবে ম্যাচে নিজের দলের ভুলের কথাও স্বীকার করেছেন এই স্ট্রাইকার। পেরুর আরও আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত বলে মনে করেন এই ফুটবলার।

 

তিনি বলেন, 'আমার মনে হয়, আমরা তেমন সাহস দেখাইনি। আমরা আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে পারতাম। এই ম্যাচে আমরা তেমন ভালো কিছু করতে পারিনি। খালি হাতে চলে যাওয়াটা কষ্টের।'  
 

]]>
সম্পূর্ণ পড়ুন