সোমবার (২৮ এপ্রিল) এফসি ডালাসের বিপক্ষে ৪-৩ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। ৭ গোলের থ্রিলারে এক পর্যায়ে মায়ামি ৩-১ গোলে এগিয়ে ছিল, কিন্তু ১৭ মিনিটের এক ঝড়ে হেরে গেছে মাশচেরানোর দল।
প্রথমার্ধের ৮ মিনিটে ডালাসের শাকুয়েল মুর গোল করলেও ফাফা পিকু ও আলেন ওবান্দোর গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ডেভিড মার্টিনেজ মায়ামির হয়ে ব্যবধান বাড়ান। কিন্তু ৬৪ থেকে ৮১ মিনিটের মধ্যে ডালাস ৩ গোল করে ম্যাচ জিতে যায়। ডালায়ের পক্ষে গোলগুলো করেন অসাজে উরহোঘিদে, অ্যান্ডারসন জুলিও ও পেদ্রিনিয়ো।
এবারের এমএলএসে এটাই ইন্টার মায়ামির প্রথম হার। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়ে এবারের লিগে একমাত্র দল হিসেবে এতদিন অপরাজিত থাকার রেকর্ড মায়ামির দখলে ছিল। এই হারে হেরনরা পঞ্চম স্থানে নেমে গেছে। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট মায়ামির। শীর্ষে থাকা সিনসিনাটির ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে সংগ্রহ ২২ পয়েন্ট।
আরও পড়ুন: শীর্ষ পাঁচ লিগের বাইরে খেলেও সালাহকে টেক্কা দিচ্ছেন গিওকারেস
এই ম্যাচে মায়ামির কোচ মাশচেরানো মেসি, সুয়ারেজ ও জর্দি আলবাকে স্কোয়াডেই রাখেননি। সার্জিও বুসকেটস স্কোয়াডে থাকলেও মাঠে নামানো হয়নি তাকে। যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে।
তবে সব ছাপিয়ে আলোচনায় মেসির অনুপস্থিতি। বেশ কিছুদিন থেকে পায়ের পেশির চোটে ভুগছেন মেসি। ফলে মাশচেরানো বেশ হিসেবে করেই খেলাচ্ছেন তাকে। ডলাসের বিপক্ষে ম্যাচের পর মায়ামির কোচ জানিয়েছেন, মেসি এখন 'ভালো' অনুভব করছেন।
একই সঙ্গে মাশচেরানো নিশ্চিত করেছেন এই মুহূর্তে মেসির কোনো ইনজুরি নেই। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসের বিপক্ষে দ্বিতীয় লেগেই মাঠে নামবেন তিনি।
আরও পড়ুন: ট্রেবলের স্বপ্ন দেখা ইন্টার এখন ট্রফিহীন মৌসুমের শঙ্কায়
ডালাসের বিপক্ষে হারের পর সাংবাদিকরা মেসির বর্তমান অবস্থা জানতে চাইলে এই আর্জেন্টাইন কোচ বলেন, 'লিও (মেসি) ভালো আছেন। স্বাভাবিকভাবেই, ভ্যাঙ্কুভারের বিপক্ষে ম্যাচে তার (মেসি) অনেক সতীর্থের মতো তাকেও বিশ্রাম দেওয়ার কথা ভেবেছিলাম, যেখানে ছয়-সাত ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে কৃত্রিম ঘাসের মাঠে খেলতে হয়েছিল। তবে এখন সে সম্পূর্ণ সুস্থ, আজ অনুশীলনেও অংশ নিয়েছে, তাই খেলতে প্রস্তুত।'
সেরা ফর্মের মেসিকে অবশ্য দ্রুতই দপ্রকার পড়বে মায়ামির। আগামী বৃহস্পতিবার (১ মে) চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভ্যাঙ্কুবারের মুখোমুখি হবে মাশচেরানোর দল। প্রথম লেগে ২-০ গোলে হেরে যাওয়ায় ঘরের মাঠে বড় জয়ের বিকল্প নেই মায়ামির সামনে।